১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪২

রাজধানীতে প্রশ্নফাঁসকারী চক্রের ১০ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:

সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা এবং বিশ্ববিদালয় ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় জালিয়াতি চক্রের মূলহোতাসহ ১০ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একটি বিশেষ ইলেকট্রনিক যন্ত্র দিয়ে তারা এসব জালিয়াতি করতো বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত আছে।
ডিবির অতিরিক্ত উপ কমিশনার গোলাম সাকলাইন শিথিল বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের বিষয়ে শনিবার সকালে বিস্তারিত জানানো হবে। তবে, প্রাথমিকভাবে আটকদের নামপরিচয় জানাতে পারেননি তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ৯:৫৫ পূর্বাহ্ণ