১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৫

ঢাকার আশুলিয়া থেকে ছিনতাই হওয়া গাড়ি গাজীপুরে উদ্ধার

আতিকুর রহমান, গাজীপুর প্রতিনিধি :

ঢাকার আশুলিয়া থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে গাড়িটি উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কৌশিক বিশ্বাস জানান, বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী পারিজাত এলাকায় সড়কের ওপর একটি প্রাইভেটকার সকাল থেকে একই জায়গায় দীর্ঘসময় লক করা অবস্থায় দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির লক ভেঙে ভেতরে ঢুকে। এ সময় গাড়ির ভেতর কাগজপত্র থেকে মালিক সনাক্ত করা হয় এবং গাড়িটি উদ্ধার করে কোনাবাড়ী পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গাড়ির মালিক টাঙ্গাইল থেকে ঢাকার উত্তরখান তার বাসায় যাচ্ছিলেন। এ সময় আশুলিয়া পৌঁছালে গাড়িতে একটি শব্দ হয়। পরে চালক গাড়ি থামিয়ে নামলে কয়েকজন ছিনতাইকারী গাড়িতে উঠে পড়ে গাড়ির মালিক লাবু মিয়াকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, এ ঘটনায় ওই প্রাইভেটকারের মালিক লাবু মিয়া বৃহস্পতিবার একটি মামলা করেছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৬, ২০১৮ ৯:০৮ অপরাহ্ণ