১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

গাজীপুরের কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

আতিকুর রহমান, গাজীপুর  প্রতিনিধি :

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি আব্দুর রশিদ (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

৬ এপ্রিল শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। রশিদ মানিকগঞ্জের হরিরামপুর থানার গঙ্গারামপুর এলাকার কছিম উদ্দিনের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, সকাল সোয়া ১১টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রশিদ। এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি মাদক মামলার আসামি ছিলেন। গত ৩ জানুয়ারি থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন বলেও জানান জেলার বিকাশ।

এর আগে, ২০১৭ সালের নভেম্বর মাসে গ্রেফতার হন রশিদ। পরে ঢাকা কারাগার থেকে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে পাঠানো হয়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৬, ২০১৮ ৯:০৫ অপরাহ্ণ