১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪৭

বিশ্ব স্বীকৃত স্বৈরাচারী সরকার আজ দেশ চালাচ্ছে : মাহবুব উদ্দীন খোকন

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বিগত ৮ বছর যাবৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচারী সরকার প্রভাব বিস্তার করে দেশ চালাচ্ছে। দেশে এখন নূন্যতম পর্যায়েরও আইনের শাসন নেই। আজ কোন বিচারকও ন্যায়বিচার করতে সাহস করেন না বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের রাজনীতি ও আইনের শাসন’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, প্রধান বিচারপতিকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সেদিন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, প্রধান বিচারপতি এস কে সিনহার দুর্নীতির তদন্ত চলছে। কোথায় সেই তদন্ত, কোথায় সেই দুর্নীতি? তারা মিথ্যা কথা বলেছেন, এজন্য দুইজনের পদত্যাগ করা উচিত।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সুপ্রীম কোর্টে বিজয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ জন্যই সুষ্ঠু নির্বাচনকে আওয়ামী লীগ ভয় পায়। যেখানেই সুষ্ঠু নির্বাচন সেখানেই আওয়ামী লীগের ভরাডুবি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশন অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে।

সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, এ বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। এরইমধ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন স্থানে গিয়ে অনৈতিকভাবে ভোট চাচ্ছেন। বিরোধী দলের নেত্রী জেলে। তাদের কোনও সভা-সমাবেশ এমনকি মানববন্ধনও করতে দেয়া হচ্ছে না। যদি জনগণ একবার ভোটকেন্দ্রে যেতে পারে তখন দেখবেন জাতীয়তাবাদী শক্তির বিজয় কীভাবে হয়।

শিক্ষক কর্মচারী ঐক্যজোট চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার প্রমুখ।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৬, ২০১৮ ৮:৪৭ অপরাহ্ণ