স্পোর্টস ডেস্ক:
আইসিসির এলিট প্যানেলের অন্যতম আম্পায়ার পাকিস্তানের আলিম দারকে প্রায় ১৭ বছর একেবারে ক্লিন সেভড লুকেই দেখে এসেছে ক্রিকেট বিশ্ব। এ বার কিন্তু একেবারে পাল্টে গিয়েছেন পরপর তিনবার আইসিসির আম্পায়ার অব দ্য ইয়ার হওয়া আলিম। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে দারকে দেখা যাবে এক মুখ লম্বা দাড়ি ও গোঁফ কামানো অন্য লুকে। ।
তার এই লুকে আসার পিছনে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হাসিম আমলার হাত রয়েছে। আমলার পরামর্শেই তিনি লম্বা দাড়ি রাখার সিদ্ধান্ত নেন। হাসিম আমলাকেও এই একই লুকে দেখা গিয়েছে বাইশ গজে। পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, সাইদ আনোয়ার, সাকলাইন মুস্তাকের মতো অনেক ক্রিকেটারকে লম্বা দাড়িতে দেখা গিয়েছে মাঠে। কিন্তু এই প্রথম কোনো আম্পায়ারকে দেখা গেল এই লুকে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

