১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:৪৩

রাজধানীর উত্তরায় ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জসিমউদ্দীন মোড় এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। আটককৃতরা হলেন- সোহেল রানা (২৫), ইসরাফিল (২৬) ও ফরহাদ হোসেন (২০)।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় র‌্যাব-১ এর একটি দল তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২টি মানি ব্যাগে ব্লেট ও ২টি ব্লেটের ভাঙা টুকরা, সুইচ গিয়ার চাকু এবং ছিনতাইকৃত হাজার টাকা জব্দ করা হয়।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জসিমউদ্দীন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী দলের ওই সদস্যদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা ছিনতাই চক্রের অন্য সদস্যদের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ৬, ২০১৮ ১০:৪৫ পূর্বাহ্ণ