১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৬

রাজধানীর কমলাপুরে ইয়াবাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কমলাপুরে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন মো. খায়রুল ফকির (৩১), সাইফুল ইসলাম সাফা (৪২), রুবেল মাতুব্বর (৩৪) ও দেলোয়ার হোসেন মজুমদার (৫২)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর মতিঝিল থানার দক্ষিণ কমলাপুর এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ টিম বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রকাশ :এপ্রিল ৬, ২০১৮ ১০:৪০ পূর্বাহ্ণ