২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:০৮

রমজানে ১৭৪ ট্রাকে খোলাবাজারে পণ্য বিক্রি করবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক:

রমজান উপলক্ষে সব বিভাগীয় ও জেলা শহরে ১৮৭টি ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মো. ছানোয়ার হোসেন, লায়লা আরজুমান বানু এবং মোহাম্মদ হাছান ইমাম খান বৈঠকে অংশ নেন।

ইপিবির ফান্ড ও ট্যারিফ কমিশনের কার্যক্রম সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে টিসিবির পরিকল্পনা অনুয়ায়ী চিনি ২ হাজার মেট্রিক টন, মশুর ডাল ১ হাজার ৫০০ মেট্রিক টন, তেল ১ হাজার মেট্রিক টন, ছোলা ১ হাজার ৯৫৫ মেট্রিক টন এবং খেজুর ১০০ মেট্রিক টন ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

বৈঠকে আরো জানানো হয়, অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত ছোলা ও মশুর ডাল অতিদ্রুত চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে এবং তা খালাস করে টিসিবির সব আঞ্চলিক কার্যালয়ে গুদামজাত করা হবে। এছাড়া রমজান উপলক্ষে সব বিভাগীয় ও জেলা শহরে ডিলারের মাধ্যমে ভোক্তা সাধারণের কাছে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য সরবরাহ করা হবে।

রমজান মাসে যাতে পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল থাকে সে ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি কার্যক্রম জোরদার করবে বলে বৈঠকে জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, টিসিবির চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৮ ৯:০৩ অপরাহ্ণ