১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৪

লবন বোঝাই কাভার্ডব্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগরী থেকে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ মহানগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় লবণ বোঝাই কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এর দাম ৫ কোটি টাকা। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. শহিদুল্লাহ রাইজিংবিডিকে জানান, গোপনে তথ্য পেয়ে গোয়েন্দা পুলিশের দল সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জার টেক এলাকায় অবস্থান নেয়। কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী লবণ বোঝাই কাভার্টভ্যান ওই এলাকা অতিক্রম করার সময় সেটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে কাভার্টভ্যানের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় কাভার্টভ্যানে থাকা দুই ব্যক্তিকে।

উদ্ধারকৃত ইয়াবার দাম পাঁচ কোটি টাকা বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৮ ৮:৫৬ অপরাহ্ণ