১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫০

নাটোরে কলেজশিক্ষক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

নাটোর প্রতিবেদক:

বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি এলাকায় কলেজশিক্ষক আনিসুর রহমান আরিফ (৪০) হত্যা মামলায় ২ আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ রেজাউল করিম এ রায় দেন। নাটোর জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আনিসুর রহমান আরিফ উপজেলার বনপাড়া মহল্লার আফতাব উদ্দিনের ছেলে ও হয়বতপুর বেগম খালেদা জিয়া কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার বাগাতিপাড়া উপজেলার বাটিকামারী গ্রামের মৃত আমির হোসেন চান্দুর ছেলে হাবিবুর রহমান হবি (৩০) ও একই উপজেলার মাড়িয়া গ্রামের আবু তাহের তারুর ছেলে আমিরুল ইসলাম (৪১)।

রায়ে মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- নিহত আরিফের বন্ধু শরিফুল ইসলাম মিঠু, বিদ্যুৎ কুমার সরকার, আব্দুল মান্নান, কামরুল ইসলাম ও মণি ঋষি।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৮ জুলাই রাত ১১টার দিকে ব্যবসায়িক কাজ শেষে আনিসুর রহমান আরিফ রামাগাড়ি বাজার থেকে বনপাড়ায় বাড়ির উদ্দেশে রওনা হন। পথে রামাগাড়ি বিলের মধ্যে দণ্ডপ্রাপ্তরা তার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তাকে রাস্তার পাশে ফেলে রেখে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের বাবা আফতাব উদ্দিন বাদী হয়ে আরিফের বন্ধুসহ সাতজনের নামে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে তাদের নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পাঁচজনকে খালাস দিয়ে অপর দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে মামলার রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট নয় এবং তারা আইনজীবীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন হত্যাকাণ্ডের শিকার আরিফের ছোট ভাই মাহফুজ আলম।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৮ ৭:২০ অপরাহ্ণ