বিনোদন ডেস্ক:
দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৬টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলা-কুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ প্রদানের ঘোষণা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় ২০১৬ সালের জন্য ২৬টি ক্যাটাগরিতে চলচ্চিত্র পুরস্কারের জন্য বিজয়ীদের নাম ঘোষণা করেছে।
সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে তৌকির আহমেদ নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। তবে সেরা পরিচালকের পুরস্কারটি পাচ্ছেন অমিতাভ রেজা; আয়নাবাজির জন্য এ পুরস্কারটি যাচ্ছে তার ঝুলিতে।
আয়নাবাজিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী।সেরা অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা (অস্তিত্ব) এবং কুসুম শিকদার (শঙ্খচিল)।
এবার আজীবন সম্মাননা পাচ্ছেন ফরিদা আক্তার ববিতা ও আকবর হোসেন পাঠান ফারুক।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

