১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

হবিগঞ্জে সুন্নী নেতা হত্যায় ছাত্রলীগ নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক :

হবিগঞ্জের চুনারুঘাটে আলোচিত আকল মিয়া হত্যায় ছাত্রলীগ নেতা সাইফুল আলম রুবেলকে ৩দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
জানা যায় চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও আহলে সুন্নাতওয়াল জামাত চুনারুঘাট উপজেলার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় গত ৩১ মার্চ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেলকে গ্রেফতার করে হবিগঞ্জ ডিবি পুলিশ।

সাইফুল আলম রুবেল হচ্ছেন- চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবুতাহেরের ভাতিজা।
রোববার দুপুরে এসপি বিধান ত্রিপুরা তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাইফুল আলম রুবেল সুন্নী নেতা হত্যার সাথে জড়িত বলে উল্লেখ করেন।
রোববার রুবেলকে হবিগঞ্জ আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড চায় ডিবি পুলিশ। আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরক্ষণেই জজ আদালতে রিমান্ড বাতিলের জন্য আসামি পক্ষ আবেদন জানান। এসময় বাদি পক্ষের কোন আইনজীবী হাজির না থাকায় আদালত ৪ এপ্রিল বুধবার শুনানির দিন ধার্য্য করেন।
গতকাল বুধবার বিকেলে শুনানি শেষে সন্ধ্যায় নিম্ন আদালতের ৩ দিনের রিমান্ডের আদেশ পুনঃবহাল রাখেন জজ আদালত। এদিকে হত্যার সাথে জড়িত অন্যতম আসামি জসিম উদ্দিন ওরফে শামীম গ্রেফতারের পর শনিবার সন্ধ্যায় ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের কাছে সে জবানবন্দি প্রদানকালে আকল মিয়া হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং সে মূল পরিকল্পনায় জড়িত ছিল এবং তার সহযোগীদের নাম প্রকাশ করলেও মামলার তদন্তকারী কর্মকর্তা এবং ডিবির ওসি মোঃ শাহ আলম অপরাধীদের ধরার স্বার্থে সাংবাদিকদের জানান নি।
উলে্লখ্য যে, গত ১ মার্চ (বৃহস্পতিবার) ফজরের নামাজের যাওয়ার সময় আবুল হোসেন আকল মিয়া বাল¬া রোডস্থ স্থানীয় আল মদিনা মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তরা এলোপাতারি কুপিয়েও হাতুড়ি পেটা করে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে যায়। পরে সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
৩ মার্চ রাতে নিহতের ছেলে নাজমুল ইসলাম বকুল বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৬ জনের নামে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাজারের ব্যবসায়ী রঞ্জন পাল, পৌর কাউন্সিলর চন্দনা গ্রামের কুতুব আলী ও শহরের মধ্যবাজারে মা ভেরাইটিজ স্টোরের মালিক জসিম উদ্দিন শামীম এবং আমকান্দি গ্রামের সুমন মিয়াকে আসামি করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৮ ১১:৪৭ পূর্বাহ্ণ