১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩১

ঢামেকে প্রতিবন্ধীকে ধর্ষণ: আটক ১

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টয়লেটের ভেতরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। তরুণীকে হাসপাতালের ও সি সি’তে ভর্তি করা হয়েছে। আটক দুর্বৃত্ত হল স্বপন (২৮)।

ওয়ার্ড মাস্টার রিয়াজ আহমেদ জানান, রাত ১১ টার দিকে হাসপাতালের ভেতরে নার্সিং সুপারভাইজারে রুমের পাশের টয়লেটে এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে স্বপন। সেসময় ওই তরুণী চিৎকার করলে পাশের ওয়ার্ডের রোগীর আত্মীয়রা মেয়েটিকে উদ্ধার করে এবং ওই যুবককে ধরে ফেলে। পরে শাহবাগ থানা পুলিশকে খবর দিলে পুলিশ যুবকটিকে আটক করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাচ্চু মিয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, স্বপন সিটি করর্পোরেশনে ক্লিনার হিসেবে কাজ করে। ওই প্রতিবন্ধী মেয়েকে সুকৌশলে হাসপাতালের ভেতরে এনে তাকে ধর্ষণ করে। ওই যুবককে আটক করে থানায় পাঠানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৮ ১০:১২ পূর্বাহ্ণ