১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

কয়েলের আগুনে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েলের আগুনে একই পরিবারের শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ফতুল্লার পূর্ব সস্তাপুর রাজন পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শাহাদাৎ হোসেন সাবু (২৮) তার স্ত্রী রূপালী (২২) ও তাদের শিশুপুত্র রিফত হোসেন (০২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করেছে স্থানীয়রা। আহত শাহাদাৎ হোসেন সাবুর ভাগিনা আরিফুল ইসলাম বাবু জানান, ভোরে মশার কয়েল থেকে আগুন লেগে মশারী ও আসবাবপত্রে আগুন ধরে যায়। তখন তারা ঘুমিয়ে ছিলেন। এতে পরিবারের তিনজনই দগ্ধ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। পরে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

শাহাদাৎ হোসেন সুপারী ব্যবসায়ী ও তার স্ত্রী রূপালী গার্মেন্টকর্মী। তাদের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের কর্মীরা ও পুলিশ পরিদর্শন করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৮ ৯:৪৭ পূর্বাহ্ণ