১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৮

নিজেরা মারপিট করেই শেষ হবে এই সরকার : ড. এমাজউদ্দীন

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমেদ বলেছেন, বর্তমান এ সরকার বেশি দিন টিকবে না, তারা যেভাবে লুটপাট করছে, কিছুদিন পর ভাগাভাগি নিয়ে নিজেরাই মারপিট করে শেষ হয়ে যাবে।

একই সভায় বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপির সিনিয়র নেতাদের দুর্নীতির তদন্ত করা নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতেই দুদককে ব্যবহার করছে সরকার।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামের সংগঠনের আয়োজনে যুব সমাবেশ-এর আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

আয়োজক সংগঠনের উপদেষ্টা এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় নেতা এম এ বাশারের সভাপতিত্বে মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।

এমাজউদ্দীন আহমেদ বলেন, জনগণ দেশের মালিক, জনগণ থেকে যদি কোনো সরকার বিচ্ছিন্ন হয়ে যায় সেই সরকারে স্থায়িত্ব বেশিদিন হয় না।

এমাজউদ্দীন বলেন, বিএনপি চেয়ারপারসন কারাগারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে নিয়েও অনেকে সন্দিহান। এদিকে মহাসচিব অসুস্থ, তাহলে বিএনপির সামনের দিনগুলো কীভাবে চলবে? এমন প্রশ্ন অনেকেই করছেন।

ড. এমাজউদ্দীন বলেন, এ দল তিনবার রাষ্ট্রক্ষমতায় ছিল, দলটি এক অর্থে সাধারণের দল। এর গঠনতন্ত্রে দল পরিচালনার ব্যাপারে দিকনির্দেশনা দেয়া আছে। প্রথম থেকে দশম সারির নেতা পর্যন্ত কার কী ভূমিকা, কে কী করবে? গঠনতন্ত্র অনুযায়ী যার যা দায়িত্ব তা পালন করলেই চলবে। বিএনপিকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও মন্তব্য করেন সাবেক এই ভিসি।

তিনি আরও বলেন, রাজনীতির স্থিতিশীলতা ছাড়া অর্থনীতির স্থিতিশীলতা দীর্ঘায়িত হয় না। অর্থনৈতিক উন্নয়নের পূর্বে সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। এটাই আগে প্রয়োজন।

‘গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ও অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে’ যুব সমাবেশ-এ বিএনপির সহ সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, আজকে কথা বলার অধিকার নাই, কোর্টে বিচার নাই। এ দেশের জনগণ বেগম খালেদা জিয়াকে শুধু বিএনপি নেত্রী মনে করে না, তারা মনে করে গণতন্ত্রের নেত্রী, অধিকার সংরক্ষণের নেত্রী, জনগণ বেগম খালেদা জিয়ার দিকে চেয়ে আছে, এই জনগণই একদিন তাদের নেত্রীকে মুক্ত করে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে।

সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস দীর্ঘস্থায়ী করতে চায় মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ, তাঁকে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ সরকার দেবে বলে মনে করছি। এই সরকারের কোনো আনুকূল্য আমরা চাই না।

নোমান বলেন, আজকে আওয়ামী লীগ ভয়ে আছে, ভয় থেকেই তারা দিশাহারা হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের নামে একের পর এক মামলা দিচ্ছে, দুদক দিয়ে কল্প-কাহিনী সাজাচ্ছে। এই সরকার আগামী নির্বাচনকে বাঁচামরার হুমকি হিসেবে নিচ্ছে, সরকার যেভাবেই হোক ক্ষমতায় থাকতে চায়, এটা করতেই নিজেদের একেকটি পাপ ঢাকতে প্রতিদিন নতুন নতুন পাপ করছে। আওয়ামী লীগ ও সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে না হলে তাদের শেষ রক্ষা হবে না।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ১০:২২ অপরাহ্ণ