নিজস্ব প্রতিবেদক:
টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় ইয়াবা রাখার দায়ে একজনকে আটক করা হয়েছে। আটক সৈয়দ নুর (২৬) কক্সবাজার লিংকরোড এলাকার মো. এমদাদ উল্লাহর ছেলে ।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দমদমিয়া চেকপোস্ট, জাদিমুড়া নাফ নদী ও স্লুইসগেট এলাকা থেকে ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দমদমিয়া চেকপোস্টে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৪৬০ পিচ ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
তবে একই বাসের অন্য যাত্রী সৈয়দ নুরের কাছে ৪০ পিচ ইয়াবা পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়। আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হবে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে দমদমিয়া বিওপির সুবেদার মো. আব্দুর রাজ্জাক বিশ্বাসের নেতৃত্বে জওয়ানরা একই দিন সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া এলাকায় নাফ নদীর কাছে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। এ সময় দুই পাচারকারী জঙ্গলে পালিয়ে যায়।
অপরদিকে শাহপরীর দ্বীপ বিওপি ফাঁড়ির নায়েক আজানুরের নেতৃত্বে জওয়ানরা ৪নং স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে আরও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেন। ওই অভিযানেও দুই পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছেন বিজিবি। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
দৈনিক দেশজনতা /এন আর