১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৩৫

চোখ ধাঁধানো আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় চলচ্চিত্র দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান

বিনোদন ডেস্ক:

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় চলচ্চিত্র দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার সন্ধ্যায় মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে নির্মিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল চোখ ধাঁধানো।

চলচ্চিত্র পরিবারের আয়োজনে অনুষ্ঠানে গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী।

এরপর মঞ্চে আসেন হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনা । তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রেরই একজন মানুষ। কারণ আমি চলচ্চিত্রের জন্য গান করি। আজ আপনাদের মাঝে আসতে পেরে ভালো লাগছে।’

অনুষ্ঠানে উপস্থাপনা করেন জনপ্রিয় তিন তারকা-ফেরদৌস, পিয়া জান্নাতুল ও ইমন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ৪:৩৩ অপরাহ্ণ