১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩১

আইসিটি আইনের মামলায় সাংবাদিক আহমেদ রাজুর জামিন

নিজস্ব প্রতিবেদক:

তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় জামিন পেলেন নতুন সময় ডটকমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজু। বুধবার (৩ মে) দুপুরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আহসান হাবীব রমনা থানায় দায়ের করা মামলায় তার জামিন মঞ্জুর করেন।
আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন জানান, আসামী পক্ষের আইনজীবী ও বাদী পক্ষের আইনজীবী আপসনামা আদালতে দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে আপস শর্তে আদালত আহমেদ রাজুর জামিন মঞ্জুর করেন। এ সময় আদালতে হাজির ছিলেন মামলার বাদী। আসামী পক্ষের আইনজীবী তরিকুল ইসলাম শুনানি করেন।

রমনা থানায় গত ১ মে আহমেদ রাজুর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়। তবে জামিন পেলেও আহমেদ রাজু এখন পল্টন থানায় রিমাণ্ডে আছেন। কারণ ওই থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে।
ওয়ালটন গ্রুপের পণ্য নিয়ে উদ্দেশ্যমূলক নিউজ করা এবং এতে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্নের অভিযোগ এনে আহমেদ রাজুর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে ও চাঁদাবাজির মামলা করা হয়।
নতুন সময় ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক  বলেন, ‘আমরা আশা করছি, সব মামলায় আহমেদ রাজুর জামিন হবে এবং তাকে আজকের (বুধবার) মধ্যেই মুক্ত করা যাবে

প্রকাশ :মে ৩, ২০১৭ ৪:২৩ অপরাহ্ণ