১৬ই এপ্রিল, ২০২৫ ইং | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:২২
ব্রেকিং নিউজ

মিসবাহ’র ৯৯-এর রেকর্ড

অনলাইন ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বিশ্বের ৬ নম্বর ব্যাটসম্যান হিসেবে ৯৯ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসের ১৩৯তম ওভারে চতুর্থ বলে মোহাম্মদ আব্বাস এলবিডব্লিও হন।

নন স্ট্রাইকে তখন ৯৯ রান নিয়ে দাঁড়িয়ে ছিলেন পাকিস্তানের সফল অধিনায়ক মিসবাহ উল হক। দ্রুত রিভিউ নিলেন। কিন্তু তাতে কোনো লাভ হলো না। অলআউট পাকিস্তান।

৯৯ রানে অপরাজিত থাকতে হলো মিসবাহকে। নিজের ক্যারিয়ারের শেষ সিরিজ খেলতে নেমে করা হলো না সেঞ্চুরি।

দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির একেবারে কাছে গিয়েও তা হাতছাড়া হয়ে গেল মিসবাহর। ৯৯ রানে আউট হলেন এ ডানহাতি ব্যাটসম্যান।

এবার জেসন হোল্ডারের বলে হোপের হাতে ধরা পড়েন মিসবাহ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজ দিয়েই ক্রিকেটকে বিদায় জানাবেন মিসবাহ। নিজের ক্যারিয়ারের শেষ সিরিজেও ব্যাট হাতে উজ্জ্বল ৪২ বছর বয়সী এই ব্যাটসম্যান।

প্রকাশ :মে ৩, ২০১৭ ৪:৫৬ অপরাহ্ণ