স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারের পর এবার টেস্ট র্যাঙ্কিংয়েও পতন ঘটল অস্ট্রেলিয়ার। অথচ বছরের শুরুতে মনে হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে দ্রুতই এ তালিকার শীর্ষে উঠে আসতে পারে তারা। জানুয়ারিতে অ্যাশেজ জিতে সে আশা ভালোভাবেই জাগিয়ে তুলেছিল। সেই সাথে দক্ষিণ আফ্রিকার মাটিতে অস্ট্রেলিয়ার রেকর্ড বরাবরই ছিল ভালো। কিন্তু বছরের তৃতীয় মাসটি বিভীষিকা হয়েই ধরা দিল অজিদের কাছে। দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে সিরিজ হেরে র্যাঙ্কিংয়ে তিন থেকে চারে নেমে গেছে তারা। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে তৃতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড।
বছরের শুরুটা স্বপ্নের মতো ছিল অস্ট্রেলিয়ার। ঘরের মাঠে ইংলিশদের বিধ্বস্ত করে অ্যাশেজ জিতেছে তারা। এরপর মার্চে দক্ষিণ আফ্রিকা সফর। কিন্তু প্রোটিয়াদের মাটিতে সিরিজ হেরে এবং সেই সাথে বল ট্যাম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে তারা এখন। ডারবানের প্রথম টেস্ট জিতলেও প্লেয়ার্স টানেলে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার কুইন্টন ডি ককের সাথে অপ্রীতিকর আচরণে জড়িয়ে বিতর্কের জন্ম দেন ডেভিড ওয়ার্নার। পোর্ট এলিজাবেথের দ্বিতীয় টেস্টে হারে তারা। এরপর কেপ টাউনের সেই আলোচিত টেস্ট। যা অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হয়ে থাকবে। বল ট্যাম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে স্বর্গ থেকে পতন ঘটল স্টিভেন স্মিথের। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হলেন এক বছরের জন্য। সাথে মূল হোতা ক্যামেরন ব্যানক্রফট ৯ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। এর সাথে জড়িত ওয়ার্নারও নিষিদ্ধ হলেন ১ বছরের জন্য।
কেলেঙ্কারিতে বিধ্বস্ত অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব আসে টিম পেইনের হাতে। জোহানেসবার্গে তার নেতৃত্বেই নিজেদের ইতিহাসের দ্বিতীয় বাজে হারের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। স্বাগতিকরা ৪৯২ রানের বিশাল ব্যবধানে হারায় তাদের। রানের বিবেচনায় এটি টেস্ট ক্রিকেট ইতিহাসের চতুর্থ বাজে হার। আর দক্ষিণ আফ্রিকার জন্য তাদের ইতিহাসের সবচেয়ে বড় জয়। সেই সাথে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৯৭০ সালের পর প্রথম সিরিজ হার অস্ট্রেলিয়ার। এ হারের পর র্যাঙ্কিংয়ে ৩ থেকে ৪ নম্বরে নেমে আসে তারা।
অন্যদিকে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে হারিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে নিউজিল্যান্ড। তারা উঠে এসেছে ৩ নম্বরে। আর দেশের বাইরে টানা ১৭ টেস্টে জয়ের মুখ না দেখা ইংল্যান্ড আছে ৫ নম্বরে। র্যাঙ্কিয়ের শীর্ষ স্থানে যথারীতি ভারত ও তারপরই আছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ আছে ৯ নম্বরে। ৬ নম্বরে আছে শ্রীলঙ্কা, ৭ নম্বরে পাকিস্তান, ৮ এ ওয়েস্ট ইন্ডিজ এবং ১০ নম্বরে জিম্বাবুয়ে।
দৈনিকদেশজনতা/ আই সি