দুই বাসচালকের রেষারেষিতে তিতুমীর কলেজের ছাত্র রাজীবের হাত হারানোর ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রাজীবের চিকিৎসার সমস্ত ব্যয় বহনের জন্য বিআরটিসি কর্তৃপক্ষ ও স্বজন পরিবহনের মালিককে নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (০৪ এপ্রিল) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই রুলসহ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
জানা যায়, মঙ্গলবার দুপুরে রাজধানীর সার্ক ফোয়ারার কাছে এই ঘটনা ঘটে। বেলা দেড়টার দিকে বাংলামোটরের দিক থেকে ফার্মগেটমুখী একটি দোতলা বিআরটিসি বাস সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগনালে থেমে ছিল। একই দিক থেকে আসা স্বজন পরিবহন নামের একটি বাস দ্রুতগতিতে এসে দোতলা বাসের পাশের ফাঁক দিয়ে ঢুকে সামনে যাওয়ার চেষ্টা করলে রাজিবের ডান হাত দোতলা বাসের সাথে লেগে বিচ্ছিন্ন হয়ে যায়। হাতটি দোতালা বাসের সাথে লেগে ঝুলছিল। পরে তাকে চিকিৎসার জন্য পান্থপথের শমরিতা হাসপাতালে নেয়া হয়।
আহত ছাত্র রাজিবের মামা রিয়াজ আহমেদ জানান, সে থাকে যাত্রাবাড়ি। কলেজে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। তার বাবা-মা কেউ বেঁচে নেই। তিন ভাইয়ের সে সবার বড়। পড়ালেখার পাশাপাশি একটি কম্পিউটারের দোকানে কাজ করে সে নিজের এবং ছোট দুই ভাইয়ের খরচ চালাতো।
দৈনিকদেশজনতা/ আই সি