২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

ফিলিস্তিনের প্রতি সমর্থন পুর্নব্যক্ত সৌদি বাদশার

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইল নিয়ে যুবরাজ ও পরবর্তী উত্তরাধিকারের মন্তব্য গণমাধ্যমে প্রকাশের কয়েক ঘণ্টা পরই ফিলিস্তিনের প্রতি সমর্থন পুর্নব্যক্ত করলেন সৌদি বাদশাহ মোহাম্মদ সালমান। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানায়, গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সৌদি বাদশাহ এ সমর্থন পুর্নব্যক্ত করেছেন।

এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান দি আটলান্টিক নামের যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি মনে করি ফিলিস্তিনি ও ইসরায়েলিদের নিজেদের রাষ্ট্র স্থাপনের অধিকার রয়েছে। তবে সবার জন্য স্থিতিশীলতা ও স্বাভাবিক সম্পর্ক নিশ্চিত করতে আমাদেরকে শান্তি চুক্তিতে আসতে হবে।’ ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া কোনো আরব নেতার জন্য রীতিমতো বিরল ঘটনা।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বাদশাহ সালমান বলেছেন, সৌদি আরব ‘ফিলিস্তিন ইস্যু ও জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি জনগণের যে বৈধ দাবি রয়েছে তার প্রতি শক্ত সমর্থন পুর্নব্যক্ত করছে।’ বাদশাহ অবশ্য তার বিবৃতিতে যুবরাজের মন্তব্যের ব্যাপারে কিছুই বলেননি।

এতে আরো বলা হয়েছে, গত সপ্তাহে গাজায় ইসরাইলি সেনাদের গুলিতে ১৬ ফিলিস্তিনি নিহতের পর সোমবার বাদশাহ ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া অগ্রসর করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ১১:৫২ পূর্বাহ্ণ