১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৯

চীনের শুল্ক বৃদ্ধির পাল্টা জবাব যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:

নতুন করে আরও ১৩০০ চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে এ ঘোষণা দেয়া হয়। প্রাথমিকভাবে প্রকাশিত তালিকায় এসব পণ্যের মধ্যে টেলিভিশন, মোটরসাইকেল ও চিকিৎসা সরঞ্জাম রয়েছে বলে জানা গেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্বগ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য নিয়ে অস্থিরতা সৃষ্টি হয়েছে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দুটি অর্থনৈতিক শক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধের সবশেষ সংস্করণ এই শুল্ক বৃদ্ধির ঘোষণা।

ধারণা করা হচ্ছে গত সোমবার (০২ এপ্রিল) ১২৮ মার্কিন পণ্যের ওপর চীনের শুল্ক বৃদ্ধির পাল্টা জবাব হিসেবেই ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিলো। নতুন করে ঘোষিত পণ্যগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনের সাথে বার্ষিক পাঁচ হাজার কোটি ডলারের বাণিজ্য করে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ১১:৪৯ পূর্বাহ্ণ