১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৮

সবচেয়ে পাতলা ল্যাপটপ আনলো আসুস

নিজস্ব প্রতিবেদক:

দুনিয়ার সবচেয়ে পাতলা ল্যাপটপ আনলো আসুস। তাইওয়ানের তাইপেতে আজ থেকে শুরু হওয়া কম্পিউটেক্সে এই ল্যাপটপটি অবমুক্ত করা হয়।

মডেল জেনবুক প্রো (ইউএক্স৫৫০)। এই ল্যাপটপটি যেমন পাতলা তেমনি হালকাও। মেটাল ডিজাইনে তৈরি ল্যাপটপটি ১৮.৯ মিলিমিটার। ওজন ১.৮ কিলোগ্রাম।

এতে ১৫.৬ ইঞ্চির ফোরকে ইউএইচডি ন্যানোএজ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটিতে সপ্তম প্রজন্মের ইনটেল কোর আই৭-৭৭০০ এইচকিউ কোয়াড কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে।

গ্রাফিক্সের জন্য ল্যাপটপটিতে আছে এনভিডিয়া জিওফোর্স জিটিএক্স১০৫০ টিআই জিপিইউ। এছাড়াও আছে ১৬ জিবি ডিডিআর৪ র‌্যাম এবং ১ টেরাবাইট এসএসডি স্টোরেজ। ল্যাপটপটি ১৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে। সাউন্ডের জন্য এতে ব্যবহার করা হয়েছে হার্মান কার্ডনের কোয়াড সারাউন্ড স্পিকার। ল্যাপটপটির মূল্য ১২৯৯ ডলার।

আসুসের আরেকটি পাতলা মডেল ল্যাপটপটির মডেল আসুস জেনবুক ফ্লিপ এস(ইউএক্স৩৭০)। এর ওজন ১.১ কিলোগ্রাম।

ল্যাপটপটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত। এতে আছে সপ্তম প্রজন্মের ইনটেল কোর আই ৭-৭৫০০ ইউ মডেলের প্রসেসর। এতে ১ টেরাবাইটের এসএসটি স্টোরেজ রয়েছে। ল্যাপটপটির মাদারবোর্ড ঠান্ডা রাখতে লিকুইড ক্রিস্টাল পলিমার ফ্যান ব্যবহার করা হয়েছে।

এতে ফোরকে মাল্টিটাচ নিওএজ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটিতে স্টাইলাস পেন সমর্থন করে। ল্যাপটপটির মূল্য ১০৯৯ ডলার।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ৩০, ২০১৭ ১১:৪৫ পূর্বাহ্ণ