১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড় মোরার আঘাতে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ঘূর্ণিঝড় মোরা প্রায় ১৩৫ কি. মি. গতিতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে। এ সুপার সাইক্লোনের আঘাতে উপড়ে পড়ে বহু গাছপালা, বিদ্যুতের খুঁটি ও কাঁচা-আধাপাকা ঘরবাড়িসহ নানান স্থাপনা।

বেলা সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মোরা চট্টগ্রাম-কক্সবাজার উপকূলসহ পার্বত্য চটগ্রামের জেলাগুলোতে অবস্থান করছিল। এ কারণে ওই জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে আজ বেলা সাড়ে ১১টা নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম করে এটি ভারতের মনিপুরে অগ্রসর হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৩০, ২০১৭ ১১:৩৫ পূর্বাহ্ণ