১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

পুরনো দিনের আমেজে সিয়াম-নাদিয়া

বিনোদন ডেস্ক:

নতুন গান ‘আমাদের সেই প্রেম’ নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন  ‘এয়ারটেল- রেডিও ফূর্তি ইয়াংস্টার’ চ্যাম্পিয়ন আল মাসুদ। গানটি লিখেছেন ও সুর করেছেন নাহিদ হাসান আর সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসাইন। গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)।

গানের ভিডিওতে দেখো যাবে সিয়াম-নাদিয়া নদীর রোমান্স। আছেন চলচ্চিত্র অভিনেতা ফকরুল বশির মাসুম। রাজধানীর উত্তরা এবং আজিমপুর কলোনিতে দুই দিনের শুটিংএ গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ নিজেই।

গানটি প্রসঙ্গে আল মাসুদ বলেন, মানুষের কমে যাওয়া আবেগ-অনুভুতি,  নিয়েই ‘আমাদের সেই প্রেম’ গানটি। এখন আবেগ-অনুভুতি প্রকাশ করা যতটা সহজ, এই তো কয়েক বছর আগেও সেটা অতটা সহজ ছিলো না। এতে করে আবেগ-অনুভুতির গাঢ়ত্ব কমে যাচ্ছে।

সিয়াম আহমেদ বলেন, কাজটি করে অনেক মজা পেয়েছি। লুকিয়ে লুকিয়ে নায়িকাকে চিঠি দেয়া, এক পলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, সময় অসময়ে নায়িকার বাসায় উকিঝুকি মারা। ভালোবাসার যে প্রকৃত ফিলিংস তা উঠে এসেছে এই ভিডিওতে। আশা করছি র্দশক-শ্রোতার ভালো লাগবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘আমাদের সেই প্রেম’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ৯:১১ অপরাহ্ণ