১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৫

যুদ্ধাপরাধ মামলা: মহেশখালীর ১৬ আসামির বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক:

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর সালামত উল্লাহ খানসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আমসামিদের বিরুদ্ধে দশটি অভিযোগ গঠন করে আগামী ১৩ মে প্রসিকিউশন পক্ষের সুচনা বক্তব্যে উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। এর ফলে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার শুরু হলো। এ মামলায় অভিযুক্ত ১৬ আসামির মধ্যে চারজন গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

মঙ্গলবার কারাগার থেকে আসামি কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এলডিপি নেতা সালমতউল্লাহ খান, মৌলভী নুরুল ইসলাম, বাদশা মিয়া ও ওসমান গণীকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অভিযোগ পড়ে শোনানোর পর আসামিদের কাছে দোষী না নির্দোষ জানতে চাইলে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থণা করেন বলে জানান প্রসিকিউটর তাপস ক্রান্তি বল।

পলাতক ১২ আসামির মধ্যে রয়েছেন- মৌলভী মোহাম্মাদ জাকারিয়া শিকদার, অলি আহমদ, মো. জালাল উদ্দিন, মোহাম্মদ সাইফুল ওরফে সাবুল, মমতাজ আহমদ, হাবিবুর রহমান, মৌলভী আমজাদ আলী, মৌলভী রমিজ হাসান, আব্দুল শুক্কুর, মো. জাকারিয়া, মৌলভী জালাল ও আব্দুল আজিজ। মামলার শুরু থেকেই এ আসামিরা পলাতক। তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাসগুপ্ত, তাপস ক্রান্তি বল ও রেজিয়া সুলতানা চমন। আসামিদের পক্ষে ছিলেন আবদুস সোবহান তরফদার ও আবদুস সাত্তার পলোয়ান এবং পলাতক আসামিদের পক্ষে রাষ্ট নিয়োজিত আইনজীবী মোহাম্মদ আবুল হাসান

২০১৫ সালের ২২ মে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। পরে এই মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর অসুস্থজনিত কারণে ৩ আসামি মৌলভী শামসুদ্দোহা, জিনাত আলী ও সর্বশেষ গত ২৯ মার্চ বিশেষ শর্তে জামিনে থাকা সাবেক এমপি মোহাম্মদ আবদুর রশিদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চারজন কারাগারে আছেন এবং বাকি ১২ জন পলাতক।

একাত্তরে হত্যা, নির্যাতন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্মান্তকরণসহ ১৩টি মানবতাবিরোধী অপরাধে অভিযোগে মহেশখালীর ২০ জনকে আসামি করে মামলা করা হয়। এসব আসামিরা একাত্তরে স্থানীয় শান্তি কমিটির সভাপতি মৌলভী জাকারিয়ার ও সাধারণ সম্পাদক সাবেক এমপি রশিদ মিয়ার সহযোগী ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ৬:২৯ অপরাহ্ণ