২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৪
asg humanitarian affairs Security Council meeting Reports of the Secretary-General on the Sudan and South Sudan

৭ দিনের সফরে মিয়ানমার যাচ্ছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যের ধ্বংসযজ্ঞ ও সংকটময় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মিয়ানমার যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব এবং জরুরি সহায়তা বিষয়ক উপ-সমন্বয়ক আর্সালা মুয়েলার।

মঙ্গলবার এক সপ্তাহের জন্য মিয়ানমার সফর করবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব আর্সালা মুয়েলার। তার এই সফরের মূল উদ্দেশ্য হলো মিয়ানমারের রাখাইন রাজ্যের ধ্বংসযজ্ঞ ও সংকটময় পরিস্থিতি সরেজমিনে দেখা। পাশাপাশি কাচিন ও শান রাজ্যে চলমান সংঘাত সম্পর্কে নিজে গিয়ে বিস্তারিত জানতে চান তিনি। আর্সালা মুয়েলারের সফরের আলোচ্যসূচিতে রয়েছে ইয়াংগুন ও নায় পি তাও-য়ে বৈঠক। এছাড়া বেশকিছু মাঠ পর্যায়ের পরিদর্শন কর্মসূচি রয়েছে।

মিয়ানমারে থাকা অবস্থায় মুয়েলার মিয়ানমারে বসবাসকারী রোহিঙ্গাসহ মানবিক সংকটের শিকার জনগোষ্ঠীদের সঙ্গে দেখা করবেন। এছাড়া সংশ্লিষ্ট সিনিয়র সরকারি কর্মকর্তা ও মানবিক সহায়তা বিষয়ক সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, এই সফর শেষে মুয়েলার আগামী ১৫ মার্চ আসিয়ান-জাতিসংঘ বার্ষিক আঞ্চলিক বৈঠকে অংশ নিতে ইন্দোনেশিয়া উদ্দেশে রওনা হবেন। সূত্র:এপি

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ৬:০৮ অপরাহ্ণ