স্পোর্টস ডেস্ক:
আরো একটি নতুন রেকর্ড গড়লেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে পেসার হিসেবে সবচেয়ে বেশি বল করার রেকর্ড যে এখন তারই। টেস্টে ৩০ হাজার ১৯ বল করে এতদিন রেকর্ডটা দখলে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। ক্রাইস্টচার্চ টেস্টের শেষ দিনে আজ নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে নিজের ১৭তম ওভারের শেষ বলটি করে ওয়ালশকে ছাড়িয়ে গেছেন অ্যান্ডারসন (৩০ হাজার ২০ বল)।
অ্যান্ডারসনের ওপরে আছেন শুধু ইতিহাসের অন্যতম সেরা তিন স্পিনার- শেন ওয়ার্ন (৪০ হাজার ৭০৫ বল), অনিল কুম্বলে (৪০ হাজার ৮৫০ বল) ও মুত্তিয়া মুরালিধরন (৪৪ হাজার ৩৯ বল)।
২০১৫ সালে ইয়ান বোথামকে ছাড়িয়ে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যান অ্যান্ডারসন। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পর্শ করেন ৫০০ টেস্ট উইকেট। এখন তার নামের পাশে ৫৩১* উইকেট। পেসার হিসেবে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডে তার ওপরে আছেন শুধু গ্লেন ম্যাকগ্রা (৫৬৩ উইকেট)।
দৈনিকদেশজনতা/ আই সি