১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১০

সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দিতে দেশ ছাড়লেন সাকিব

স্পোর্টস ডেস্ক: 

সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর মাতাবেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান।দলে যোগ দিতে সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আইপিএলের ১১তম আসরের পর্দা উঠছে আগামী ৭ এপ্রিল। সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম ম্যাচ হবে আগামী ৯ এপ্রিল রাজস্থানের বিপক্ষে।

আইপিএলে বিগত সাত বছর ধরে কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। সাত বছর পরে এবার নতুন দলে খেলবেন এই তারকা। সানরাইজার্স হায়দ্রাবাদ ২ কোটি রুপিতে নিজেদের দলে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

সাকিব ছাড়া এবারের আসরে দল পরিবর্তন করেছেন বাংলাদেশি আরেক তারকা মোস্তাফিজুর রহমান। আইপিএলের অভিষেক পর থেকে টানা দুই আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন তিনি।এবারের আসরে ২ কোটি ২০ লাখ রুপিতে মুম্বাই নিজেদের দলে ভিড়িয়েছে কাটার মাস্টারকে। ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন মোস্তাফিজ।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ৯:০২ অপরাহ্ণ