১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১

দিনাজপুরে ট্রাকচাপায় নিহত নারী হোমিও চিকিৎসক

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটাকপুর মোড় এলাকায় ট্রাকচাপায় এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। তার নাম সাহেরা খাতুন, বয়স ২৫ বছর। সোমবার দুপুর পৌনে ২টার দিকে দিনাজপুর-বিরামপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকলেছুর রহমান জানান, দুপুরে ইজিবাইকযোগে চেম্বার থেকে বাড়ি যাচ্ছিলেন সাহেরা। পথে ঘুমিয়ে পড়লে কাটাকপুর এলাকায় ইজিবাইক থেকে পড়ে যান তিনি। এসময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাহেরা উপজেলার জৎজয় রামপুর গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে ও কলা বাগান এলাকায় তার হোমিও চিকিৎসার চেম্বার রয়েছে বলে জানা গেছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ৪:০৫ অপরাহ্ণ