বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
বিকল হয়ে যাওয়া তিয়ানংগঙ-১ চীনা মহাকাশ গবেষণাগারের ধ্বংসাবশেষ বেশিরভাগ অংশ পৃথিবীর বুকে আছড়ে পড়ার আগেই দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৃথিবীর বায়ুমন্ডলে খসে পড়েছে।
চীনা মহাকাশ সংস্থা জানিয়েছে, সোমবার ভোর ছয়টায় টিয়ানগং-১ আবারও বায়ুমণ্ডলের চারপাশে ঘুরতে থাকে এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বায়ুমণ্ডলে খসে পড়ে।
টিয়ানগং-১ চীনের উচ্চাভিলাষী মহাকাশ কার্যক্রমের একটি অংশ। চীন ২০২২ সাল নাগাদ মানুষের বসবাসের উপযোগী একটি মহাকাশ কেন্দ্র মহাশূন্যে পাঠাতে চায়। টিয়ানগং-১ ছিলো তারই পূর্ব প্রস্তুতি।
দৈনিক দেশজনতা/ টি এইচ