২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০২

নির্বাচন বিধি ভেঙে নৌকায় ভোট চাচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী যেহেতু বিনা ভোটের প্রধানমন্ত্রী, আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর বন্দুকের নলই হচ্ছে তার ক্ষমতার ভিত্তি, তাই তিনি সবকিছুই করতে চাচ্ছেন হুংকার আর ধমক দিয়ে। সকল আইন, নিয়মনীতি ভেঙে তিনি দিব্যি নৌকার পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে- প্রধানমন্ত্রী ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট চেয়ে জনগণের সঙ্গে ইয়ার্কি-তামাশা করছেন বলে মন্তব্য করেন রিজভী।

আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, আপনারা দেখেছেন গত দুদিন আগে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুটি নির্বাচনই দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। ফলে প্রধানমন্ত্রী বাংলাদেশের যে প্রান্তেই নৌকার পক্ষে ভোট চান না কেন, তা ঘোষিত তফসিলের মধ্যে পড়ে। সেটা নির্বাচনী আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, আপনি বলেছেন ভোট চাওয়া আপনার রাজনৈতিক অধিকার, তাহলে দলের সভানেত্রী হিসেবে ভোট না চেয়ে প্রধানমন্ত্রী হিসেবে ভোট চাচ্ছেন কেন? প্রধানমন্ত্রী হিসেবে, সরকারি টাকা খরচ করে, সরকারি হেলিকপ্টার নিয়ে, সরকারি সার্কিট হাউস ব্যবহার করে এবং গন্তব্যস্থলে সরকারি গাড়ি ব্যবহার করে, সরকারি সকল প্রটোকল নিয়ে ভোট চাওয়া কোন ধরনের রাজনৈতিক অধিকার, জনগণ তা জানতে চায়।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, কোনো নির্বাচনের তফসিল ঘোষণার পর কেউ আচরণ রিধি লঙ্ঘন করছে কিনা সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, ক্ষমতাসীনদের নির্বাচনী আইনভঙ্গের ব্যাপারে নির্বাচন কমিশন ‘রিপভ্যান উইংকেল’এর মতো দীর্ঘ নিদ্রায় শায়িত থাকে। যে প্রধানমন্ত্রী মানুষের ভোটাধিকার কেড়ে নেন, তাঁর মুখে ভোট চাওয়া জনগণের সাথে ইয়ার্কি-তামাশা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন রিজভী।

বর্তমান ভোটারবিহীন সরকারকে দীর্ঘস্থায়ী করতে প্রধানমন্ত্রী গায়ের জোরে বিভিন্ন সভা-সমাবেশে বিএনপির বিরুদ্ধে ডাহা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন রিজভী।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। ঢাকা মহানগরের থানায় থানায় এবং দেশব্যাপী মহানগর ও জেলা সদরে কর্মসূচি পালন করবে দলটি।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ২:০৫ অপরাহ্ণ