১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৪

ফিলিস্তিনি হত্যা: তেলআবিবে ইসরাইলবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

ভূমি দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে গুলি চালিয়ে ১৭ ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইসরাইলের রাজধানী তেলআবিবে। শুক্রবারের ওই ঘটনায় দেড় হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। আর সর্বশেষ রোববার দেড় মাসব্যাপী বিক্ষোভ-সমাবেশের তৃতীয় দিনে ইসরাইলি সেনাদের ছোড়া বুলেটে আরো ১১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ইসরাইলি রেডিওর বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম আনাদলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তেলআবিবে কয়েক শ বামপন্থী ইসরাইলি বিক্ষোভ করেছেন। শুক্রবার বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের সহিংসতার প্রতিবাদে এ বিক্ষোভোর আয়োজন করা হয়। খবরে বলা হয়েছে, বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরাইলি সেনাদের বিরুদ্ধে স্লোগান দেন এবং বেসামরিক ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানান। এ ছাড়া রাজনৈতিক সমাধানের লক্ষ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুরও দাবি জানান তারা।

এর আগে শনিবার ইসরাইলের বামপন্থী মেরেটজ পার্টির নেতা তামার জান্দবার্গ ইসরাইলি সেনাদের সহিংসতার নিন্দা জানান এবং গাজা সীমান্তে সংঘটিত ঘটনার তদন্তের দাবি জানান। প্রসঙ্গত, গত ৩০ মার্চ শুক্রবার ভূমি দিবস উপলক্ষে দেড় মাসব্যাপী বিক্ষোভ কর্মসূচির প্রথম দিন হাজার হাজার ফিলিস্তিনি ইসরাইল-গাজা সীমান্তের প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান নেন। শান্তিপূর্ণ এ কর্মসূচিতে নির্বিচারে গুলি চালায় ইসরাইলি সেনারা। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, ১৯৭৬ সালে ইসরাইলের দখল করা ভূমি ফেরতের দাবিতে বিক্ষোভ করতে গেলে নিরস্ত্র ছয় ফিলিস্তিনিকে হত্যা করে তেলআবিব। তখন থেকেই প্রতিবছর ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত ভূমি দিবস বা ল্যান্ড ডে পালন করে আসছেন ফিলিস্তিনিরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ১২:৫৪ অপরাহ্ণ