১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

বগুড়ায় প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে সামিউল ইসলাম (১৬ ) নামে প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছেব র‍্যাব-১২ এর সদস্যরা। আটক সামিউল বগুড়ার শাহজাহানপুর উপজেলার হরিণগাড়ি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা আল ফারুকের ছেলে। সে এ বছর গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। গতকাল রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-১২ এর কমান্ডার মেজর মোর্শেদ একথা জানিয়েছে।
র‍্যাব-১২ এর কমান্ডার মেজর মোর্শেদ জানান, পরীক্ষার কয়েকদিন আগে থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ১০৮ জনের একটি গ্রুপ তৈরি করে সামিউল ও তার সঙ্গীরা। এই চক্রের দলনেতার নাম শামীম মাহামুদ। তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষার দিন সকাল সাড়ে ৮টার মধ্যে প্রশ্ন দেয়ার কথা বলে। পরে গোপন সূত্রে খবর পেয়ে একদল র‍্যাব সদস্য অভিযান চালিয়ে সামিউলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার কথা স্বীকার করেছে। টাকার বিনিময়ে সে এই কাজ করতে চেয়েছে। তিনি আরও জানান, এই চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা চলছে। আটক সামিউলের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ১২:৫০ অপরাহ্ণ