১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০২

টটেনহামের স্টামফোর্ড ব্রিজ জয়

স্পোর্টস ডেস্ক:

টটেনহাম হটস্পার ও চেলসির মধ্যকার হাড্ডাহাড্ডি ম্যাচের পর স্টেডিয়ামের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল দুই দলের সমর্থকরা। এমন উত্তেজনা তো ছড়ানোরই কথা। ২৮ বছর পর চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজ থেকে লিগে জয় নিয়ে ফিরেছে টটেনহাম। রোববার রাতে হাই ভল্টেজ ম্যাচে টটেনহামকে স্বাগত জানায় চেলসি। লন্ডন ডার্বির এই ম্যাচে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে টটেনহাম। দলের জয়ে জোড়া গোল করেছেন ডেলে আলী।

শক্তিশালী টটেনহামের বিপক্ষে নিজেদের সেরাট ধরে রাখতে হ্যাজার্ড-উইলিয়ান-মোরাতাকে নিয়ে পুরো শক্তির দল নিয়েই একাদশই সাজিয়েছিলেন চেলসি কোচ অ্যান্তনিও কন্তে। শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে ৩০ মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডি বক্সের বাইরে থেকে ক্রিস্টিয়ান এরিকসনের অসাধারন শটে সমতায় ফিরে পচেত্তিনোর টটেনহাম।

প্রথমার্ধে ১-১ গোলে সমতার পর বিশ্রাম শেষে মরিয়া হয়ে উঠে দুই দলের খেলোয়াড়রা। কিন্তু আক্রমণে এগিয়ে থকায় চেলসির রক্ষণভাগকে ফাঁকি দিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে ডেলে আলীর শটে ৬২ মিনিটে লিড পায় টটেনহাম। এ গোলের রেশ কাটতে না কাটতেই ৬৬ মিনিটে আবারও ডেলে আলীর আঘাত।  হিউং-মিনের দুটি প্রচেষ্টা কাবাইয়েরো ঠেকিয়ে দেওয়ার পর জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠান তিনি। বাকি সময়ের আর কেউ জালের দেখা না পাওয়ায় ৩-১ গোলে স্টামফোর্ড ব্রিজ বিজয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম।

লিগে এ জয়ে ৩১ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে টটেনহাম। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চেলসি অবস্থান তালিকার পঞ্চম অবস্থানে। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন অনেকটাই ফ্যাকাসে হয়ে উঠছে ব্লুজদের।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ১০:৫৬ পূর্বাহ্ণ