১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:৩৪

ওয়ার্নারের পাশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:

বল ট্যাম্পারিংকাণ্ডে এক বছরের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা পেয়েছেন ডেভিড ওয়ার্নার। স্টিভ স্মিথও পেয়েছেন একই শাস্তি। অধিনায়কত্ব ছাড়তে হয়েছে স্মিথকে, আর সহ-অধিনায়কত্ব ছেড়েছেন ডেভিড ওয়ার্নার। শাস্তি শেষে ফিরে আসলেও ভবিষ্যতে আর কখনো অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে বিবেচিত হবে না ওয়ার্নার। এদিকে দেশে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ার্নার এমন শঙ্কাও জানিয়েছেন, আর কখনো হয়তো অস্ট্রেলিয়ার হয়ে খেলাই হবে না তার। এমন দুঃসময়ে অনেককেই অবশ্য পাশে পাচ্ছেন ওয়ার্নার। বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও পাশে দাঁড়িয়েছেন তার।

মোস্তাফিজ ও ডেভিড ওয়ার্নারের মধ্যে যে দারুণ একটা বন্ধুত্বের সম্পর্ক এটা সবার জানা। ২০১৬ সালের আইপিএলে নিজের প্রথম আসরে ওয়ার্নারের নেতৃত্বে খেলেছেন মোস্তাফিজ। ২০১৭ আইপিএলেও। প্রথমবার দারুণ পারফরম্যান্স করেছিলেন ‘ফিজ’। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মানও। ওয়ার্নার শুধু মুগ্ধই ছিলেন মোস্তাফিজে। পুরো টুর্নামেন্ট জুড়েই তাই বাংলাদেশি তারকাকে নিয়ে প্রশংসা করে গেছেন ওয়ার্নার।

মোস্তাফিজ তাই এক সময়ের সতীর্থের অসময়ে পাশে দাঁড়াতে ভুললেন না। শনিবার রাতে টুইটারে কাটার মাস্টার লিখেছেন, ‘আমার কাছে ডেভিড ওয়ার্নার মানেই একটা হাসি মুখ, যে সবসময় আমাকে অনুপ্রাণিত করে এবং সেরাটা দিতে সব সময় সমর্থন করে। আপনার বর্তমান অবস্থা মেনে নেয়া সত্যিই কঠিন। দয়া করে ভেঙে পড়বেন না। শক্ত হন এবং ইতিবাচক থাকুন সহযোদ্ধা। আইপিএলে এবার আপনার নির্দেশনা মিস করবো।’

আইপিএলের এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন মোস্তাফিজ। শনিবার রাতেই ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি। সব ঠিক থাকলে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিতেন ওয়ার্নার। ভিন্ন দল হলেও পুরো টুর্নামেন্টে ওয়ার্নারের সঙ্গে দেখা হতো ফিজের। কিন্তু ওয়ার্নারের খেলা হবে না আইপিএলও। প্রিয় সতীর্থের দেখা পাবেন না বলে একটা আকুলতাও যেন থাকল মোস্তাফিজের টুইটে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ১২:২৭ অপরাহ্ণ