বিনোদন ডেস্ক:
মেধা ও কাজ দিয়ে বিভিন্ন সময়ে নিজেদের কর্মক্ষেত্রে সেরা হিসেবে প্রমাণিত শীর্ষ ৩০ বাঙালির নাম প্রকাশ করেছে উইকিপিডিয়া। এ তালিকায় স্থান পেয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার নাম। বিষয়টি নিয়ে রুনা লায়লা বলেন, ‘শুরুতে বিশ্বাসই হয়নি- শীর্ষ ৩০ বাঙালির মধ্যে আমার নামও আছে! কারণ এই তালিকায় আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অমর্ত্য সেনসহ আরও অনেকে। এই সম্মানিত তালিকায় নিজের নাম দেখে আমি একই সঙ্গে বিস্মিত ও আনন্দিত।
নিজের মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রুনা বলেন, আমার মায়ের কথা বিশেষভাবে বলতে হয়। কারণ মায়ের উৎসাহ, অনুপ্রেরণা এবং চেষ্টা না থাকলে আমার পক্ষে আজকের রুনা লায়লা হয়ে ওঠা সম্ভব হতো না। মায়ের পাশাপাশি পরিবারের সবার সমর্থন ছিল বলেই আমার আজকের এই অবস্থান।
এদিকে আগামী ১৩ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রটি। এতে প্রথমবারের মতো সংগীত পরিচালক হিসেবে উপস্থিত হচ্ছেন রুনা লায়লা। তার সুরে গান গেয়েছেন আঁখি আলমগীর।
দৈনিকদেশজনতা/ আই সি