১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি সারল রিয়াল

স্পোর্টস ডেস্ক

লা লিগার শিরোপা দ্বৈরথ থেকে রিয়াল মাদ্রিদ ছিটকে যায় প্রথম লেগ শেষ হওয়ার আগেই। এখন দলটির চোখ তাই চ্যাম্পিয়ন্স লিগে। আর সেখানে মঙ্গলবার জুভেন্টাসের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতিটা দারুণভাবে সেরে নিল জিনেদিন জিদানের দল। শনিবার রাতে লাস পালমাসকে ৩-০ গোলে হারাল দলটি। ক্রিস্তিয়ানো রোনালদোবিহীন ম্যাচে জোড়া গোল করেছেন গেরাথ বেল। অন্য গোলটি করিম বেনজেমার।

রোনালদো এবং অধিনায়ক সার্জিও রামোস দুজনকেই বিশ্রামে রেখেছিলেন জিনেদিন জিদান। বেল সুযোগটা এদিন কাজে লাগালেন দারুণভাবে। প্রথমার্ধের ২৬ মিনিটে ওয়েলস ফরোয়ার্ডের গোলেই লিড নেওয়া রিয়ালের। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন বেনজেমা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকেই নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ গোলের লিড এনে দেন বেল।

দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রিয়াল। রোববার দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হবে অ্যাতলেটিকো। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৬৪। অন্যদিকে ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট রিয়ালের। লাস পালমাস ২১ পয়েন্ট নিয়ে আছে ১৮তম স্থানে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ১০:২৮ পূর্বাহ্ণ