১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ভোর ৫:৩৮

রিয়ালেই থাকছেন জিদান

স্পোর্টস ডেস্ক:

আগামী মৌসুমেও রিয়াল মাদ্রিদে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন ক্লাবটির কোচ জিনেদিন জিদান। একই সঙ্গে সাবেক তারকা এই ফুটবলার স্বীকার করেছেন সবকিছুই নির্ভর করছে দলের ফলাফলের ওপর।

এই মুহূর্তে লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা থেকে ১৫ পয়েন্ট পিছিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রিয়াল। টেবিলের নিচের দিকে থাকায় শিরোপার দৌড় থেকে প্রায় ছিটকে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। জিদান বলেন, রিয়াল মাদ্রিদে কোচ হিসেবে আমি অবশ্যই থাকতে চাই। সবকিছুই নির্ভর করছে ক্লাবের ফলাফলের ওপর। এর আগেও কোনো পরিবর্তন হয়নি, এবারও হবে না। আমি এখানে ১৮ বছর ধরে আছি। এখানকার সবকিছুই আমার পরিচিত। এখানে আমি যা খুশি তাই করতে পারি।

২০০১ সালে খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন জিদান। ২০০৬ পর্যন্ত রিয়ালে থেকেই তিনি অবসরে যান। এরপর কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের সিনিয়র দলের দায়িত্ব নেন ২০১৬ সালে। কোচ হিসেবে প্রথম দুই বছরেই তিনি রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের দুটি শিরোপা উপহার দিয়েছিলেন। গত বছর জিতেছেন লিগ শিরোপাও।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ১০:১৫ পূর্বাহ্ণ