নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রাম থেকে ১৮টি মাদক মামলার আসামি জুয়েল মিয়াকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক জুয়েল মিয়া ওই গ্রামের মৃত নান্টু মিয়ার ছেলে।
সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসি করে একটি প্যাকেটে এসব ইয়াবা পাওয়া যায়।
এর আগেও জুয়েল মিয়া ১৮টি মাদক মামলায় বিভিন্ন সময়ে জেলে যায়। তিনি এলাকার পরিচিত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ