১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৪

বান্দরবানে বিজিবির গাড়ি খাদে, আহত ৬

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের লাইমি পাড়ায় বিজিবির গাড়ি উল্টে খাদে পড়ে ছয় বিজিবি সদস্য আহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কক্সবাজারের টেকনাফ থেকে বিজিবি ব্যাটালিয়নের ২৩ জন সদস্যকে বহনকারী একটি গাড়ি বান্দরবান থানচি উপজেলার বলিপাড়ায় বিজিবি ক্যাম্পে যাচ্ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা পুলিশের (ওসি) গোলাম সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত বিজিবি সদস্যদের উদ্ধার করা হয়েছে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ৬:৩৬ অপরাহ্ণ