১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৯

পাবনায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

পাবনা প্রতিবেদক:
পাবনার সুজানগরে মাঠে পেঁয়াজ পাহারা দিতে গিয়ে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার বেলা এগারোটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন-উপজেলার বিক্রমাদিত্য গ্রামের মুক্তার শেখের ছেলে দুলাল হোসেন (৪০), আব্দুল আজিজ মোল্লার ছেলে আব্দুল আলিম (৩২) ও মোতাহার আলীর ছেলে লইম উদ্দিন (৫০)।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মো. ফরহাদ হোসেন জানান, শুক্রবার বিকেলে মানিকহাট ইউনিয়নের হাটখালি মৌজার একটি মাঠে নিজেদের জমিতে পেঁয়াজ তুলতে যান ওই তিন কৃষক। ঝড়-বৃষ্টির কবলে পড়ে তারা বাড়িতে ফিরে যান। রাতে পেঁয়াজ পাহারা দিতে যান তারা। এ সময় আবারও ঝড়-বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে তাদের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ৬:০২ অপরাহ্ণ