নিজস্ব প্রতিবেদক:
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৬ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। দুটি হাওলার মাধ্যমে এ কোম্পানির ৫৪ লাখ ৩৪ হাজার ৩০২টি শেয়ার কেনাবেচা হয়েছে, যার মোট মূল্য ৫৯ কোটি ৯৯ লাখ টাকা। প্রতিটি শেয়ারের মূল্য ছিল ১১০ টাকা ৪০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ খাতের কোম্পানি রেনাটার শেয়ার। মোট ১০টি হাওলার মাধ্যমে ৩ লাখ ৮০ হাজার ৫০৫ টি শেয়ার কেনাবেচা হয়েছে। এতে সর্বনিম্ন দাম ছিল ১২৩১ টাকা আর সর্বোচ্চ দর ১২৬০ টাকা। লেনদেনকৃত শেয়ারের মোট মূল্য ৪৬ কোটি ৯৭ লাখ টাকা।
ব্লকে তৃতীয় সর্বোচ্চ লেনদেনকারী কোম্পানিটিও ওষুধ খাতের। মোট ১৬ কোটি ৯০ লাখ টাকার লেনদেন নিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এ স্থানে উঠে আসে। মোট ৩ টি হাওলায় এ কোম্পানির ৫ লাখ ৫০ হাজার শেয়ার কেনাবেচা হয়। শেয়ারের সর্বোচ্চ দর ছিল ৩০৮ টাকা, আর সর্বনিম্ন দাম ৩০৬ টাকা ৭০ পয়সা।
ব্লক মার্কেটে লেনেদেন হওয়া অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাটা সু, এসিআই, ডিবিএইচ, ইসলামী ইন্স্যুরেন্স,ইবিএল, লংকাবাংলা ফাইন্যান্স, ওয়াটা কেমিক্যাল, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মার্কেন্টাইল ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিটি ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পপুলার লাইফ, শাহজালাল ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, একমি ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, গ্রামীন মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, সলভো কেমিক্যাল, সিঙ্গার বিডি ও স্টাইল ক্রাফট।
দৈনিক দেশজনতা/এন এইচ