নিজস্ব প্রতিবেদক :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলায় দু’গ্রুপের সংঘর্ষে সাইদ ভূঁইয়া নামে ১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন।
আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, যাদবপুর গ্রামের হেমা মুন্সী ও কিবরিয়া গাজী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে উত্তরপাড়া ভুইয়া বাড়ি মোড়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দায়ের কোপে কিবরিয়া গাজী পক্ষের সাইদ ভূঁইয়ার মৃত্যু হয়। আহত হন হাবি ভূঁইয়া, রেজ্জাক ভূঁইয়াসহ দু’পক্ষের অন্তত ১০ জন।
এদিকে নিহত হওয়ার পর বিক্ষুব্ধ লোকজন প্রতিপক্ষ হেমা মন্সীর পক্ষের অন্তত ২৫ বাড়িঘর ভাঙচুর করে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিকদেশজনতা/ এফ আর