১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:৪৫

ইন্টারনেটে ছবি প্রকাশের হুমকি দিয়ে তরুণীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক:

ইন্টারনেটে আপত্তিকর ছবি আপলোডের ভয় দেখিয়ে ১৬ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার নারায়ণগঞ্জ বন্দরের র‌্যালি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষণের অভিযোগে ইমন নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার ইমন বন্দরের র‌্যালি আবাসিক এলাকার শাহীন মিয়ার বাড়ির ভাড়াটিয়া কামাল হোসেনের ছেলে। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ জানায়, প্রায় এক মাস আগে ইমন ওই তরুণীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তোলে।

একপর্যায়ে ইমন তরুণীর কিছু অশ্লীল ছবি তোলে। পরে সর্ম্পকের অবনতি হলে তরুণীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয় সে। বিষয়টি সুরাহার কথা বলে শুক্রবার ইমনের এক আত্মীয় সিয়াম ও তার মা তরুণীকে বন্দরের র‌্যালি আবাসিক এলাকার ইমনের বাসায় নিয়ে আসে। এরপর ওই বাসাতেই তরুণীকে ধর্ষণ করে ইমন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ১২:০০ অপরাহ্ণ