স্পোর্টস ডেস্ক:
ম্যারাথন এক জুটি উপহার দিলেন আবাহনীর দুই ওপেনার এনামুল হক বিজয় আর নাজমুল হোসেন শান্ত। সাভারের তিন নাম্বার মাঠে ঢাকা প্রিমিয়ার সুপার লিগের ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ২৩৬ রানের অবিশ্বাস্য এক জুটি গড়েন তারা।
শেষপর্যন্ত এনামুল হক বিজয়ের রানআউটে ভেঙেছে ২৩৬ রানের জুটিটি। ১২৬ বল মোকাবেলায় ১২৮ রান করে আউট হয়েছেন বিজয়, যে ইনিংসে ৭টি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এই ওপেনার।
তবে সঙ্গী হারালেও তার দেখানো পথেই হেঁটেছেন শান্ত, তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। মারকুটে এই ব্যাটসম্যান তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন ছক্কা হাঁকিয়ে, ৯৫ বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০০ বলে ১১ বাউন্ডারি আর ১ ছক্কায় ১০৯ রানে অপরাজিত আছেন তিনি। আবাহনীর রান ৩৯ ওভার শেষে ১ উইকেটে ২৫৯।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

