১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

‘বিশ্বাসের ঋণ’ নামে খ্যাত এলটিআর ঋণের মেয়াদ বাড়লো

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বাসের ঋণ’ নামে খ্যাত এলটিআর ঋণের টাকা পরিশোধের সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এলটিআর (লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিট) নামের এ স্বল্পমেয়াদি ঋণ ব্যবসায়ীদের দেয়া হয় আমদানিকৃত পণ্য বন্দর থেকে পরিবহন ও বাজারজাতকরণের জন্য। আগে এর মেয়াদ ছিল ৯০ বা ১২০ দিন।

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, এলটিআর ঋণের পরিমাণও হয়ে থাকে বিপুল অঙ্কের এবং শর্তের দিকেও থাকে বেশ শিথিলতা। ঋণ নেয়ার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতি জড়িয়ে থাকে। তাই এ ঋণে খেলাপির সংখ্যাও বেশি।

সুবিধাভোগী এসব ব্যবসায়ীরা অবশ্য সেই এলটিআর ঋণগুলো এরই মধ্যে বিভিন্ন মেয়াদের জন্য পুনঃতফসিল করে নিয়েছেন। চট্টগ্রামের ব্যবসায়ীরা সরকারি ব্যাংকগুলোর সবচেয়ে বেশি টাকা নিয়ে অন্যত্র চলে গেছেন বলে জানা গেছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৩০, ২০১৮ ২:৩০ অপরাহ্ণ