১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

বাংলাদেশের হুইলচেয়ার ক্রিকেট দল কলকাতায়

স্পোর্টস ডেস্ক:

বৃহস্পতিবার রাতে বাংলাদেশের হুইলচেয়ার ক্রিকেট দল কলকাতার দমদম এয়ারপোর্টে পৌঁছেছে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ এবং একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে এই দলটি। তাদের প্রথম ম্যাচ স্বাগতিক ভারতের বিপক্ষে। মুম্বাইয়ের পুনেতে ১ এপ্রিল থেকে শুরু হবে খেলা। পরে নেপাল ও ভারতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল।

১২ সদস্যের এই বাংলাদেশ হুইলচেয়ার দলের অধিনায়কত্ব করবেন মোহাম্মদ মোহসিন ও সহ-অধিনায়ক হিসেবে খেলবেন নূর নাহিন। অলরাউন্ডার উজ্জল বৈরাগী। ১ এপ্রিল পুনের কলাপুর, ৩ এবং ৪ তারিখে মুম্বাই পুলিশ জিমনেসিয়াম ক্রিকেট গ্রাউন্ড এবং স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নামবে হুইলচেয়ার ক্রিকেট দল। এরপর ৭, ৮ এবং ৯ তারিখে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে তারা। মাহবুবুর রহমান চৌধুরী পলাম বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্বে আছেন।

১৯ সদস্যের এই হুইলচেয়ার দলটি আগামী ১৪ এপ্রিল কলকাতা থেকে বাংলাদেশে ফিরবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৩০, ২০১৮ ১২:০৮ অপরাহ্ণ