১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

ভারতে চালু হচ্ছে সেমি হাই-স্পিড ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের যোগাযোগ ব্যাবস্থায় রেল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে রেলকে ভারতের লাইফ লাইনও বলা হয়। এই যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নততর করার লক্ষ্যে ইঞ্জিনবিহীন ট্রেন তৈরি করেছে ভারতীয় রেল দফতর। শতাব্দী এক্সপ্রেসের পরিবর্তে চলবে ‘ট্রেন ১৮’ নামে এই সেমি হাই-স্পিড ট্রেন।

ভারতীয় রেল সূত্রে জানা গেছে, এই ট্রেনে যাত্রীদের জন্য ওয়াইফাই, জিপিএস ও অন্যান্ন সুবিধা ছাড়াও থাকবে প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা। ট্রেনের দরজা খোলা থেকে বন্ধ পর্যন্ত সবই হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে।

এছাড়া ট্রেনটির পুরো বডিই হবে স্টেইনলেস স্টিলের। ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে চলবে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেন।

নতুন এই ট্রেনে চেয়ারকোচসহ থাকবে এক্সিকিউটিভ ও নন এক্সিকিউটিভ দু’রকম কোচ। সবমিলিয়ে ১৩৪ জনের বসার ব্যবস্থা থাকবে। ট্রেনের দুদিকেই থাকবে ড্রাইভার কেবিন। টয়লেট থাকবে বায়ো ভ্যাকিউমের। সংযুক্ত করা হয়েছে একটানা কাচেঁর চওড়া জানালা। যাতে যাত্রীরা ভালোভাবে বাইরের জগৎ উপভোগ করতে পারেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৩০, ২০১৮ ১২:০২ অপরাহ্ণ